সকল দ্বিধা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?
প্রেম বাঁচে
প্রেম বাঁচে অপ্রেমেও বেঁচে থাকে মোমের প্রদীপ।শিখার আহ্বানে নেমে পড়া যায় কামের কর্দমে।দহনের প্রত্যেকটি পর্যায় চিরজীবী হয়।ফুটে ওঠে যাতনার তুমুল আঘ্রাণে।
কবির আয়াত
কৈশোরের বালিকাকে কেন খোঁজে কবির আয়াত?তার শরীরের সমস্ত ক্ষত জুড়ে নাজিলের স্বেদ রক্ত ঘাম।জন্মদাগ ধুয়ে যায় অশ্রুসিক্ত কাব্যের ধারায়।
এভাবে কাছে এলে প্রেমিকার দিন ঢলে পড়ে। ঢলে পড়ে অভিমানী ঢেউয়ের গায়ে!
কোরাস
যখন সে ফেলে আসে ফসলের ঘ্রাণ।
হাত গালে ধানের পরাগ।অসমাপ্ত খন্ড খন্ড স্বরলিপি ওড়ে।
শেষ চাষীটির গালে লেখা থাকে রৌদ্রাভ আলাপ।
হেড ফোনে একলা একা রাত্রির কোরাস।
সংশ্লিষ্ট পোস্ট
দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,
দুটি কবিতা
কিছু কিছু বিষাদের সাথে আনন্দও বুক পকেটে রাখি ব্রহ্মপুত্রের মত একাকী বিবর্ণ হাওয়ায় সচকিত