৭ মে, ২০২৪
দুটি কবিতা
কৈশোর জীবন
কিছু কিছু বিষাদের সাথে
আনন্দও বুক পকেটে রাখি
ব্রহ্মপুত্রের মত একাকী
বিবর্ণ হাওয়ায় সচকিত
সময়ের স্রোতে অপহৃত
কৈশোরে হারিয়ে ফেলা
বান্ধবীর রঙিন শিশি
আজও ভেঙ্গচায় দিবানিশি
কিছু মনে পড়ায় এখন
মরিচার আস্তরন
মনস্তাপে শব্দ-দূষন-
ভুলে থাকায় যন্ত্রের গর্জানি;
কৈশোর জীবন
ফিরে যাওয়াতে
এখনও সুযোগসন্ধানী !!
সত্য
এটাই সত্য
অনেকের ভাবনার মত
সময়ের সেলুলয়েড
বিষন্ন ও ব্যথিত-
মনেপড়ার অভিধান
যাবতীয় বিশ্বাসের ঘ্রান
যেমন উপেক্ষা করিনি
তেমনি ডাকতে পারিনি
কেবলই ভাগ্য-দেবতার
ঘিরে দেয়া যোজন অন্ধকার
জানা হয়নি
কিশোর বিহবলতার !
ভেঙ্গে পড়ার জোছনা
অথবা সৃষ্টির করুনা
উড়িয়ে নেয় হলুদ পত্রালি
অভিজ্ঞতার হাততালি
কাধে রাখে ম্রিয়মান হাত
অসহ্য জীবনে হাসে
জাফরানি-রঙা প্রভাত ।।
সংশ্লিষ্ট পোস্ট
ওয়াহিদার হোসেন
কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?
কবিতা৭ মে, ২০২৪
জ্যোতির্ময় বিশ্বাস
দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব
কবিতা৭ মে, ২০২৪
শ্রী সদ্যোজাত
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,
কবিতা৭ মে, ২০২৪