৭ মে, ২০২৪
দুটি কবিতা
দুটি কবিতা

যুবকের সাথে আলাপ

একা যে হাঁটছ যুবক
এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে
শুনি
বসো হেলান দিয়ে
এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের
পাশে বসে
শুনি তোমার কথা সব
চলচ্চিত্রের মতো, তখন আমাদের দেখানো হোক একটি মানুষের নিবিড়
মনোলগ যেন
আমি ধরে নেব আমিই বলছি এসব
তুমি ধরে নিও আমি কাউকে কোনোদিন বলে দেব না...

##

না থাকা

বন্ধুদের কাছে তোমার কুশল শুনি

তোমার মধ্যে শুনি এ-ব্যাপারটি নেই

এ কেমন না-থাকা, যা নিয়ে তুমি থাকতে পারো।