সীমানা পাঠক্রম
প্রশ্ন উত্তর সব ঝ'রে গেলে
ফাঁকা ফাঁকা স্কুল
নো ম্যানস ল্যাণ্ডের গাছ
শীত বসন্তের বিএসএফ
কি যেন পাচার হবে নির্ধারিত আলোয়
গুলি ছুটবে দ্রুত আর স্কুল হওলে হওলে
ধরা পড়ার পথে পথে ছড়ানো লুজ শিট
গাছের তুফানি ক্লাসে কে পড়ুয়া কে মাস্টার
মার্জিন লাইন ধ'রে দেবাঞ্জনের বাইক
ভাস্বতীর কেঁপে ওঠা লিখিত পরদেশে
সিলেবাস ছাত্রাবাস ঝ'রে গেলে
ঘন্টা আর বাজছে না
একটি নো ম্যানস ল্যাণ্ড আরও একটি
আর বোর্ড ডাস্টার সীমান্তের নিস্পত্র প্রহরী
****************
কাবাড়িওয়ালার পাল্লা
শুরু হয়
যে যা যেমন আলো
পর্দার সরণ অবিস্মরণ খোলা
চলে যাও তোমার নকাব তুমি
কাঠ প্লাই ও স্লাইডিং যাও
একটি নিখুঁত ব্রেক খাদের কানায়
মরা হয় তারপর মড়া
যথা অযথা কৌমুদী ব্যাকরণ
কাবাড়িওয়ালার পাল্লা বানান ছাড়াই
চুরি করছে হাসছে অভিশ্রুতিতে
সবই বাড়িতে থাকে বাড়িটিও
বাটখারা ওজনদাঁড়ি যায়
শুরু হয় খুঁটে খাওয়া ছাদ ছাত
পায়রারা উড়ে আসে বানান ও শস্যদানায়
আলোরা স্লাইড করে
মরে যায় চুপচাপ যে যা যেমন
***************
সংশ্লিষ্ট পোস্ট
কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?
দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,