৩০ সেপ্টেম্বর, ২০২৪
কয়েকটি কবিতা
কয়েকটি কবিতা

ক০০৩৯

বহুদূরে একটা গাছের শরীরে ঘুমিয়ে পড়েছে চড়ুই
তার দেহ জুড়ে ক্লান্ত অবস্বাদ
ঘুমিয়ে পড়বার আগে কী ভেবেছিল পাখি?
হয়তো তার মা অপেক্ষা করছে,
অথচ ভাইয়েরা নবী ইউসুফের মতো
তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে, গহীনে।


খ০০৩৮

একটা শিমুল গাছে রাত নেমে এলে
সান্ত্বনা শোনায় পাতারা,
কতকাল আগে পাখির ঠোঁট থেকে পরে
ধীরে ধীরে হয়েছে সবল,
সেই কথা জানে বাতাসের নাসারন্ধ্র
আর জানে মাটি'মা।
মাটির গর্ভ থেকেই গাছ জন্মে
গাছের গর্ভ থেকে ফল-ফুল-পাতা।



গ০০৩৭

কমলালেবুর দিবস শেষ হলে
বাতাসে তোমার নাম ভেসে আসে কানে।
তখন দুঃখ বাড়ে
লালজামা পড়া দুঃখ।
ফুলের দুঃখ হলে রোদেরা হাসে?
বাইবেলে যদি থাকতো তোমার নাম,
মহামন ভেবে জীবনে গুঁজে রাখতাম। 




ঘ০০৩৬

ভোরের শরীরে ঢুকে পড়েছে শিশুর কান্না
শিউলি ফুলের ঘ্রাণ
পাখির কিচিরমিচির
আর আম্মার রান্না করা গরম ভাতের গন্ধ।
কৈ মাছের পিঠ থেকে আব্বার রক্ত বের হয়
রক্ত অপ্রিয় ফুল,
তবুও দেহে সর্বদা তরমুজ রূপ নিয়ে ফুটে থাকে। 

 
 
 
 

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪