৩০ সেপ্টেম্বর, ২০২৪
কয়েকটি কবিতা
কয়েকটি কবিতা
এতটা নিখুঁত হলে চলে না
 
এতটা নিখুঁত হলে চলে না
কিছুটা খুঁত নিয়ে দিব্যি বেঁচে থাকা যায়।
কখনো হাসির গমকে ব্যথার বাদ্য বেজে উঠলে
কখনো সুরের গভীরে আরেক সুরের বোঝাপড়া হলে
সহজেই মুছে ফেলা যায়- দৃশ্যবাহিত দিন।
 
এইসব পিছুটান আর ভুলে যাওয়া অভিমান নিয়ে
কীরকম অবহেলায় বেঁচে উঠি প্রতিদিন!
একা বাঁচতে গেলেও কিছু আনন্দ কিছু বেদনা 
                         তাড়া করে বেড়ায় আমাদের।
কখনো আষাঢ়ের এই বৃষ্টির জমকালো উৎসবে
জমিয়ে রাখা ভালো- এইসব সুযোগ ও সময়!
 
পাশে না থেকেও আছো তুমি অনুভূতির সংকলনে।
জীবিকার বদলে পেয়েছি চিন্তার শৃঙ্খল-
তবু সুখ আসে না, এই অভ্যস্ত সংসারে।
 
এতটা নিখুঁত হলে চলে না
অপ্রেমের বিরহ নিয়েও দিব্যি বেঁচে থাকা যায়।
 
 
 
 
 
জাদুবাস্তবতার মহড়া
 
সুনীতির চাদরে ছেয়ে গেছে যাপনের ইতিহাস
আর আমি তোমাকে চাইতে চাইতে বুঝতে শিখেছি
অবশিষ্ট সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে আবার।
এ রকম কিছু মন ভোলানো কথার উপস্থিতি নিয়ে
ধীরে ধীরে মুছে গেছে অনেক কথার আয়োজন।
 
অধিক আলোতে ছায়ারাও কেমন প্রতিবাদী
ভুলের আঁধারে মিশে যায় কোনো কোনো সম্ভাবনা।
দুঃসময়ে কীরকম তেজী হয়ে ওঠে কেউ কেউ 
আর শিল্প এখন দস্যুর ভূমিকায়।
 
রোদের এই শুভ্রতা ঢেকে যায় জীবনের প্রবাহে
নীতির কথা শুনলেই হারিয়ে যায় 
এমন অভিযোগ নিয়ে ভাবনার বসতি ছেড়ে
জাদুবাস্তবতার মহড়া চলে এখন।
 
 
 
 
 
অবিরাম কান পেতে আছি
 
অনেক লোফালুফি হলো নিজেকে নিয়ে
বইয়ের পাতা থেকে  যখন মুখ ফেরাবো
কোন দিকে আজ পা বাড়াবো ভুলেই গেছি।
 
প্রতিদিন অস্থিরতায় খেদ মিশিয়ে
রাজা-উজির মারতে মারতে ঘরে ফিরি।
রাজনীতি বিশারদ হয়ে হর-হামেশা ছুড়ে মারি
মুখরোচক বাক্যের হাতুড়ি।
 
অথচ শতাব্দীর অস্থিরতা বয়ে যাচ্ছে
শিরা আর ধমনিতে। কল্পনার কাফনে মোড়ানো
ভবিতব্য নিয়ে রৌদ্রশাসিত সমাজ গড়ে তুলেছি।
মাতাল কোনো সময় দুঃসময়ের কলকাঠি নেড়ে
জানিয়ে যায়, পুরোনো মজলিসে।

সংশ্লিষ্ট পোস্ট

কয়েকটি কবিতা
ওয়াহিদার হোসেন

কয়েকটি কবিতা

সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?

কবিতা৭ মে, ২০২৪
দুটি কবিতা
জ্যোতির্ময় বিশ্বাস

দুটি কবিতা

একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব

কবিতা৭ মে, ২০২৪
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
শ্রী সদ্যোজাত

একটি স্নেহ চূড়া মৃত্যু .......

ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,

কবিতা৭ মে, ২০২৪