৭ মে, ২০২৪
দুটি কবিতা
দুটি কবিতা
 সম্পর্ক
 

ক) ব্যাপার তো নিশ্চই আছে। কাছে টানা নিদারুন নদী।  সরল ঝরাচ্ছে তার চোখ।হাসি কান্নার চুলচেরা।বেখেয়াল  শিশুসুলভ ।মোহনায় চিবুক নেমেছে।

খ) বোঝো না সেটা?ছুঁয়ে ছুঁয়ে শব্দ চলে আসে কাছে।নির্গত ফুলেল সুবাস।মধুপায়ী চোরা সঙ্গোপন।বিছানা টিউন টোকে রাত্রির।যোজন উথলে ওঠা যোগাযোগ।বড় উদলা জাগে।উদম খুলে ফেলে নাভিমূল।
 
 
 প্রবাহ
 
সকাল টা ঠিক যেন থমকে থাকে। গিয়ারে সাইন ইন করছে রোদ।অপেক্ষা নিয়ে বসে থাকা পথের পাশাপাশি।হুস ফিরে আসলো কোন ডাক সাঁতারে।সওয়ারী হয়ে ছুটছে সকাল।নির্দিষ্ট গ্রীন সার্কেল।বুক চিরে আমি তার মনোরম ছুঁয়েছি।গভীরতায় কিছু সাহস যোজনা।প্রত্যয়ে স্থির রেখে কথা মাপছে  চোখ ।টানাপোড়েনের  গোলক ধাধা।পরিকল্গপনা উসকে ।গল্পটা কিছুতেই হজম হচ্ছেনা ।সাগ্রহ সরিয়ে চুমুআহ্লাদ।। সুগারলেভেলে মোটেও কড়াকড়ি ছিলনা। স্বাভাবিক জলখাবার।ম ম গন্ধে বাসনা গিলে ফেলছে আঙুল ।খুলবার ওপেনার নেই কোথাও।অসংখ্য তদ্বির সমেত দুপুর বসে পড়ে ছিপি খুলে।কড়া ধাতের আনেবল প্রবাহ।ছায়া ঠুকরে কথা তার অসুখ সারিয়ে। সান্ধ্যকালীন মজলিশ। পরবর্তী উড়ান ঘসটে অন্ধকার। পথেপথে তাড়া বসে থাকে।