যেভাবে বিরল থাকে
যেভাবে বিরল থাকে
আর আত্মহত্যার ছোট ছোট রাস্তা তৈরী হয়
আমি জানি
সমান্তরাল শুধুমাত্র পাশাপাশি বয়ে চলা নয়
অসমাপ্ত খেলা চলে যায়
সুস্থ হাসপাতালে ধবধবে সাদা চাঁদ ওঠে
তার এ্যাপ্রণ
বরফের মতো ঠাণ্ডা ও মৃয়মান
সাঁতারের অন্ধকারে কথা রাখা রাস্তা ছিল
ফুলগুলি শক্ত ছিল খুব
এই দৃশ্যে নিরীহ ঘরবাড়ি দাঁড়িয়ে পড়েছে
টোকার আগেই জড়িয়ে যাচ্ছে কথা
জলের কাছে চলে যাওয়া তোমার নিয়তি
গাছ থেমে আছে শীতময়
ওকে অল্প আঙুল পরাও.....
পর্দারাত
শূণ্য চুঁইয়ে মৃত মানুষরা বেরিয়ে পড়েছে
ডানায় চেপে রেখেছে পাথর
পর্দার ভেতর সারসার রাত চলে গেছে
জিজ্ঞাসাচিহ্নের কাছে রাখা কিছু জিজ্ঞাসা
ফুলদানী হয়ে ঝরে গেছে
এমন অসময়ে
তুমি ঘুমিয়ে আছো
মাছের স্বপ্নে গেঁথে রাখছো পেরেক
হারানো গল্পেরা ইদানীং
বরফের ভাষা শিখছে.....
সংশ্লিষ্ট পোস্ট
কয়েকটি কবিতা
সকল দ্বিধা। ফেলে দিয়ে আস্তে আস্তে চলে আসি অন্ধকারে।এভাবেও ফেরা যায়।ফেরা কি সম্ভব?সাধুসঙ্গ টেনে আনে গার্হস্থের তুমুল আলোয়।দড়ি দড়া ছিড়ে ভেঙে পাখিও কি ফিরতে পারে পরিচিত শাখের জঠরে?
দুটি কবিতা
একা যে হাঁটছ যুবক এ বন পছন্দ বুঝি, ক'দিন এসেছ আগে শুনি বসো হেলান দিয়ে এই ফাল্গুনের ধ্বনি আর আগুনের পাশে বসে শুনি তোমার কথা সব
একটি স্নেহ চূড়া মৃত্যু .......
ছেড়ে দেওয়ার পরেও কেমন যেন সে নয়ন আপন নয়ন হয়ে থাকে। কাছে থাকলে যদি অখিল স্রোতের বিড়ম্বনা আসে, একসময়ের পরিচিত একান্ত সংকেতগুলো হঠাৎ ঝড়ের মতন আবছা হয়ে আসে, ছেড়ে দেওয়ার পরেও সে কেমন একটা শিউলি শিউলি গন্ধ এই অবেলাতেও সারা গায়ে লেপ্টে রাখে,