প্রথম তিথি
 
 
 
মাটি ভাঙ্গি‌ তোমাকে গড়ি‌
 
গড়া‌ আর গড়িয়ে ফেলায়‌
 
কৌশল আছে,
 
চোখের বিন্দুতে‌ দাঁড়ালে
 
সযত্নে‌ তোমাকে ভাসাই....
 
 
 
দাহ
 
 
 
দাহ শেষ 
 
সবাই এগিয়ে যায়
 
 ‌আমি‌ ছাই ভরছি‌ ভেতরে‌
 
কার্বনে‌ পুড়ে যাচ্ছে বুক‌
 
তাকে বসিয়ে রাখি 
 
আত্মজ শীতলপাটি খুলে‌..