৭ মে, ২০২৪
বন্ধু
বন্ধু

আমি তো বন্ধু নই - কোন বন্ধুর জন্য হাতড়ে বেড়াও

ঘুমঘোরে এপাশ ওপাশ সারারাত গ্রহ থেকে গ্রহান্তরে 

বিড়বিড় করে কিসব কথা কও কোন গ্রহের সে ভাষা

তাকে কি খুঁজে পাও গহীন কোণে- আমি তো বন্ধু নই 

কীভাবে অন্যমনে ভুলে যাও দৈনন্দিন জীবনে রুটিন 

বারবার উঠোন পেরিয়ে কদমতলা হয়ে কোথায় যাও

ফিরতে ফিরতে রাত হয় তোমার চোখ চিকচিক করে 

আনচাহা কবিতা ফরফর করে- জমে ওঠে পান্ডুলিপি 

মানুষের বন্ধু মানুষ হয় ফেসবুক ভরে ওঠে ফ্রেন্ডলিষ্ট

অবসরে স্ক্রোল করে খুঁজতে থাকো যতসব রিকুয়েষ্ট