১. নিঃসঙ্গ : অচেনা পাখির শিস তাড়া করে বৈচিত্র্যে। বেড়ে উঠি তত্সম বোধে, মেঘের আদরে, মাতৃভাষায়! তারপর ঘাস ডুমুর ছড়ানো ঘাস ভিটার মাচানে ঘাস সমুদ্র সম্ভ্রমে কারো হৃদয় অংকন করে!