শিশির আজম
শিশির আজমের কবিতা
কোন মাইয়ালোক তোমার লগে নাই তো!' -কইলাম ওরে।
'আছিল একটা, ইয়াং আর কালো হাই-হিল জুতার।
(এক আফ্রো-আমেরিকান গিটারিস্ট জুতাটা ওরে গিফ্ট করছে, কইলো তো তাই!)
মিষ্টি কইরা তিনডা চুমা দিছি ওরে
তারপর ঐ যে ব্রিজ দেখতাছ ধইরা নাও ওইটার নাম হাতিরঝিল
হ্যা অর ওপর থিকা ধাক্কাইয়া ফাইলা দিছি
কবিতা২ ফেব্রুয়ারী, ২০২৫